আহ্বায়ক কমিটির ৩২ দিন পর ক্যাম্পাসে প্রবেশ জবি ছাত্রদলের 

২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের ৩২ দিন পর ক্যাম্পাসে প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। কমিটি ঘোষণার পর থেকেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হলেও বিভিন্ন চ্যালেঞ্জের কারণে তাদের ক্যাম্পাসে প্রবেশে বিলম্ব হয়।  

আজ রবিবার কমিটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সমবেত হয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। এতে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব সামসুল আরেফিনের সঙ্গে সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা উপস্থিত ছিলেন।  

সভায় নেতারা ফ্যাসিস্ট সরকারের পতন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরেন।  

এর আগে, গত ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভ এবং প্রতিবাদ তাদের কার্যক্রম বিলম্বিত করে। কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তোলেন।  

কমিটির নেতারা জানিয়েছেন, তারা পদবঞ্চিতদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন এবং তাদের অভিমান নিরসনে কাজ করছেন। তারা সংগঠনের ঐক্য আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।  

সভায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির ক্যাম্পাসে আগমন সংগ্রামী সহযোদ্ধাদের ঐক্যের প্রতীক। আমরা আশা করি, এ কমিটি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ধরে রাখবে।

কমিটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ছাত্রদল ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা দেশ ও ইতিহাসের দায় মাথায় নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ।  

কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নেতৃত্বে প্রতিযোগিতা স্বাভাবিক। তবে আমাদের লক্ষ্য হচ্ছে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা। পদবঞ্চিতদের অভিমান স্বাভাবিক এবং আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে সিনিয়র নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা ঐক্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করছি। 

মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজি জিয়া উদ্দিন বাসেত, শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠুসহ কমিটির যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, মো. মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

সভায় উপস্থিত নেতারা কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংগঠনের ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!