শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলা

০৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ফারুকের ওপর হামলা

ফারুকের ওপর হামলা © ফেসবুক থেকে সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহতদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। আহত ফারুককে চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন রাজনৈতিক বন্দবস্ত গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। অনুষ্ঠান চলাকালীন অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন ফারুক। এ সময় অনুষ্ঠানে আসা গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করে ফারুকের উপর হামলা চালায়।

যদিও গণ অধিকার পরিষদের দাবি, হামলার সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা যুক্ত ছিলেন। তবে এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

জানতে চাইলে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহবায়ক জাকির মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফারুকের উপর হামলার সঙ্গে আমাদের সংগঠনের কেউ জড়িত নয়। অনুষ্ঠানে ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন ফারুক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা ফারুকের বক্তব্যের প্রতিবাদ জানায়। এক পর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ফারুকের উপর হামলা চালায়।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘অনুষ্ঠানে উপস্থিত ১০-১৫ জন ফারুক হাসানের উপর হামলা করেছে। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৫ মার্কিন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!