শহীদ বুদ্ধিজীবী দিবসে তিতুমীর কলেজ ছাত্রদলের চিত্রপ্রদর্শনী

চিত্রপ্রদর্শনী
চিত্রপ্রদর্শনী  © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

ভিন্নধর্মী এ চিত্র প্রদর্শনীতে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্রের কাটপিস উপস্থাপন করা হয়েছে, যেখানে ফুটে উঠেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছিল এবং কীভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। প্রদর্শনীর মাধ্যমে সেই দুঃসহ সময়ের নির্মম চিত্রগুলো উঠে আসে, যা প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীদের মনে গভীর আবেগ ও বেদনার সঞ্চার করে।

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন বলেন, ১৯৭১ সালে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা মিলে বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে এই নৃশংস বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত করে। আমাদের এই চিত্রপ্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে জানানো যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য কী অবদান রেখে গেছেন এবং কীভাবে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি।

শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে দেশের শিক্ষার্থীরা সঠিক ইতিহাস থেকে অনেক দূরে সরে গেছে। শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই আমরা এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেটি আমরা এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। 

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দেশের মানুষ তাদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে।

চিত্র প্রদর্শনীতে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজ- উর রহমান লিপকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ