জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন হবে।

প্রসঙ্গত, রোববার ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 


সর্বশেষ সংবাদ