সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘মানবতার দেয়াল’

০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM

© সংগৃহীত

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে রাজধানীর ফার্মগেটস্থ গ্রীন রোডে ‘মানবতার দেয়াল’ তৈরি করা হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছাব্বির রহমানের নেতৃত্বে সেখানকার অসহায় এবং গরীব-দুস্থ মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজবীর হোসেন তন্ময়, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু ইসলাম, যুগ্ম আহ্বায়ক কিবরিয়া হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম সোয়েব, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মাইনুল ইসলাম, সৌরভ হোসেন, জিহাদ হোসেন, সামিম হোসেন, ছিয়াম হোসেন, তানজিবুল আলম পাভেল, তাজুল ইসলাম, তারেক হোসেন, দেবব্রত সরকার, হাবিব হোসেন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছাব্বির রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, সমাজের অন্যান্য স্থানেও প্রতিষ্ঠা করা উচিৎ। সকলের প্রতি আমার আহ্বান, আপনাদের অতিরিক্ত কাপড়টি এখানে দান করুন। কারণ আপনার কাছে যেটি অতিরিক্ত, অন্যের কাছে সেটি প্রয়োজনীয়।

এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কেন্দ্রের প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের নির্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage