জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিযোগিতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি সংরক্ষণ ও প্রচারে ‘বিপ্লবের দিনগুলো’ শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।
ভিডিও অথবা ছবি মোট দুইটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভিডিও এবং ছবির দুটি ক্যাটাগরিতেই ১ম, ২য় এবং ৩য় সহ মোট ১০ জন করে সর্বমোট ২০ জনকে পুরস্কার প্রদান করা হবে। ১ম পুরস্কার নগদ ৫০০০ টাকা ২য় পুরস্কার নগদ ৪০০০ টাকা, ৩য় পুরস্কার নগদ ৩০০০ টাকা, ৪র্থ ও ৫ম পুরস্কার নগদ ২০০০ টাকা করে ৬ষ্ঠ থেকে ১০ম নগদ ১০০০ টাকা করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। ভিডিও অথবা ছবি অংশগ্রহণকারীর নিজ মোবাইল অথবা ক্যামেরায় ধারণকৃত হতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইলে বা ক্যামেরায় ধারণকৃত জুলাই-আগস্ট বিপ্লবের ছবি অথবা ভিডিও হোয়াটস্ অ্যাপের ( হোয়াটসঅ্যাপ নাম্বার- 01760228940, 01601465453) মাধ্যমে পাঠাতে হবে। ৫০ শব্দের মধ্যে ঐ ছবি বা ভিডিওর সে সময়ের পরিস্থিতি বর্ণনা করতে হবে। পরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার ফেসবুক পেইজ থেকে সেই ছবি বা ভিডিও পোস্ট করা হবে। প্রতিযোগীর পাঠানো ছবি-ভিডিও পোস্ট করা হবে সে পেজের পোস্ট নিজ টাইমলাইনে দুইটা হ্যাশট্যাগ দিয়ে (#বিপ্লবের_দিনগুলো, #ছাত্র_অধিকার_পরিষদ_ঢাবি) শেয়ার করবেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: সানাউল্লাহ হক বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের স্মৃতি সংরক্ষণ ও প্রচারের স্বার্থে ঢাবি শিক্ষার্থীদের জন্য ‘বিপ্লবের দিনগুলো’ শীর্ষক ফটো ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানে নিজেদের অবদান তুলে ধরার এই উদ্যোগে সবাই অংশগ্রহণ করবে।