সবুজায়নের লক্ষ্যে ঢাবি এলাকায় ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচি

০২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM

© সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ৩১ তম দফার যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালার অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশেপাশের এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উক্ত বৃক্ষরোপন কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, এস এম হল ও পলাশীসহ আশেপাশের এলাকায় ১০০টি নিমের চারা রোপণ করে সংগঠনটির নেতাকর্মীরা।   

এ সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১টি দফা দিয়েছিলেন, তারমধ্যে অন্যতম একটি দফা ছিল পরিকল্পিত নগরায়ণ। যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালার অংশ হিসাবেই আজকের এই কর্মসূচি পালন করেছি।

এছাড়াও উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বাবু, বেসরকারি বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, ড্যাফডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহল রানা, ঢাকা কলেজ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জিয়া হল ছাত্রদলের সহ সভাপতি নওরোজ আমিন দ্বীপ্ত, বুটেক্স এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, তেজগাঁও কলেজ এর যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাংলা কলেজ ছাত্রনেতা তরিকুল ইসলাম নয়ন, ড্যাফোডিল ইন্টারন্যাশনালের সহ সভাপতি হাবিব, খাইরুল, মুজিব, নাইম, রাকিব, জিকু, ফরহাদ, আরিফ, কুশল সহ আরো অর্ধশতাধিক কর্মী।

জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ডেফোডিল শিক্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
৮ম শ্রেণির নতুন বাংলা বই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!