ছাত্রসংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ PM
চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনা সভার আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি, চলমান অন্তর্দ্বন্দ্ব ‘২৪ এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।
এতে আরও বলা হয়েছে, ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী, ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্রসংগঠন সমূহের সাথে জরুরি আলোচনা সভা আহ্বান করেছে।