খালেদা জিয়াকে নিয়ে ‘বিদ্রুপকারী’ সেই ঢাবি ছাত্রদল নেত্রীকে অব্যাহতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১৪ PM
সদ্যঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ‘অনুপ্রবেশ-বিতর্কিত’ ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া ৬ জনের মধ্যে একজন সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, যিনি জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদক পদ পেয়েছিলেন। গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের এ কমিটি ঘোষণার পর এই নেত্রীকে নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপ করেছেন। গত ৭ আগস্ট বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একটা ভিডিও বার্তা নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘ওমা একি জাইগা উঠছে দেখি’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘মাদার্স অব বার্বি গার্লস’। এটিকে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি হিসেবে দেখছেন নেটিজেনরা।
আনসারদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গত ২৬ আগস্ট ঢাকা মেডিকেলে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে ঘটনার একটি ভিডিও এই নেত্রী শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমি এতক্ষণে জেগে উঠতাম তিনবার।’ গত ২৭ আগস্ট তিনি এটি শেয়ার করেন।
একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদীর ‘ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পাওয়ার’ একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেন, ‘আবি তো পাটি শুরু হইয়ে...।’