ক্যান্সার আক্রান্ত সুমনের পাশে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল

  © সংগৃহীত

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. সুমন মিয়ার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ তার শারীরিক খোজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন। 

সুমন মিয়া বর্তমানে মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে জীবন-মৃত্যুর লড়াই করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের ছাত্র ছিলেন এবং দীর্ঘ ৯ মাস ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধরত রয়েছেন। গত ৬ মাস ধরে হাসপাতালে ভর্তি থাকা সুমনের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। প্রায় ৪ মাস আগে তাকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার ফুসফুস, মলদ্বার এবং অন্তঃকোষে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

ইতিমধ্যে, সুমন ছয়টি কেমোথেরাপি সম্পন্ন করেছেন, যা তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি ঘটিয়েছে। তবে, চিকিৎসকরা জানিয়েছেন তার পুরোপুরি সুস্থতার জন্য আরও নয়টি কেমোথেরাপির প্রয়োজন, যা অনেক ব্যয়বহুল। এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সুমনের পরিবারের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সুমন বর্তমান সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরি আছেন। 

শাখা ছাত্রদলের আহবায়ক ছাব্বির রহমানের নেতৃত্বে সুমনের সাথে দেখা করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু ইসলাম, যুগ্ম আহবায়ক মো. কিবরিয়া রহমান, যুগ্ম আহবায়ক মো. সোয়েব হোসেন, ছাত্রদলের নেতা হাসান  মল্লিক, মো. তারেক হোসেন, মো. সামিম হোসেন সহ নেতাকর্মী সঙ্গে ছিলেন।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহবায়ক ছাব্বির রহমান বলেন, ছাত্রদল একটি মানবিক সংগঠন শিক্ষার্থীদের সকল সংকটে-সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামীর ছাত্রদল হবে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার অগ্রসেনানী। আমরা সুমন উন্নত চিকিৎসার জন্য দলের সিনিয়র দের সাথে কথা বলবো সব সময় সুমনে পাশে থাকবো ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence