প্রকাশ্যে না এসেই নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালো হাবিপ্রবি ছাত্রশিবির

  © সংগৃহীত

প্রকাশ্যে না এসেই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে শাখা ছাত্রশিবির। সম্প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়ে ফেসবুক পেইজে এক পোস্ট দেয় হাবিপ্রবি শাখা ছাত্রশিবির। 

ওই পোস্টে তারা লিখেন, তোমাদের সবার জন্য আমাদের হৃদয় নিংড়ানো অগাধ শুভেচ্ছা। আজ তোমরা যে নতুন দিগন্তে পদার্পণ করেছ, সেই পথচলা হবে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ে আগমন শুধু তোমাদের জন্য নতুন কিছু শিখবার সুযোগই এনে দেয় না, বরং এটি তোমাদের আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন ও পরিশুদ্ধতার একটি উপযুক্ত সময়ও বটে। আজকের এই নতুন যাত্রায় তোমরা পা রেখেছ এমন এক মঞ্চে, যেখানে শুধু জ্ঞান নয়, শিখবে জীবনবোধ, শিখবে মানবতার খেয়াল রাখতে, শিখবে সততা ও ন্যায়ের পথে ইস্পাতের ন্যায় অবিচল থাকতে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়, একদম শুরু থেকেই, তোমাদের মনে একটি গভীর প্রশ্ন জাগাবে- আমার জীবন কী উদ্দেশ্য নিয়ে অগ্রসর হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তোমরা নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করবে তোমার রবকে আরও গভীরতম উপলব্ধির সাগরে। তবে, এ পথচলায় কিছু অমূল্য শিক্ষার প্রয়োজন রয়েছে, যা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তোমাদের পথচলায় একাধিক বাঁধা আসবে, কিন্তু মনে রেখো—এমন বাঁধাই তোমাদের সেরা শিক্ষা গ্রহণের মাধ্যম। সুতরাং, সাহসী মন নিয়ে এগিয়ে যাও, নীতি ও আদর্শের আলোয় পথ চলো, কারণ জীবন এক সম্মানজনক সংগ্রাম, যেখানে তোমরা নিজেদের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য দায়বদ্ধ।

নবীন শিক্ষার্থীদের বলা হয়, আমরা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তোমাদেরকে জানাতে চাই—তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে সততা, নিষ্ঠা, মানবীয় মূল্যবোধ সম্পন্ন, শিক্ষা ও গবেষণা উপযোগী আদর্শ এক পরিবেশ —তা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। আমরা জানি, শিক্ষার মাধ্যমে একজন মানুষ শুধু ব্যক্তি নয়, বরং সমাজেরও পরিপূর্ণ রূপান্তর ঘটাতে সক্ষম। আমরা জানি, তোমরা আজ যারা ছাত্র, আগামীতে তারাই এদেশের কর্ণধার। তোমরাই পারো জাতিকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক আলোকিত সমাজ উপহার দিতে।

সবশেষে বলা হয়, তোমরা যখন হাবিপ্রবির এই সবুজ ক্যাম্পাসে প্রবেশ করেছো, তখন মনে রেখো, এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু তোমাদের পুঁথিগত জ্ঞান বৃদ্ধি করতে নয়, বরং এই ক্যাম্পাসের প্রতিটি সত্তা তোমাকে মানবিক গুণাবলী, সহানুভূতি, সদাচরণ, এবং সঠিক মূল্যবোধের শিক্ষা প্রদান করতে চায়। তোমরা সেই শিক্ষা ধারণ করে নিজেকে মেলে ধরো সভ্যতার বিশাল আকাশে। তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি অধ্যায় যেন হয়ে ওঠে পরিশুদ্ধ, শক্তিশালী, সৃজনশীল এবং আলোকিত—এই কামনা আমাদের। একসাথে এগিয়ে চলো, জ্ঞানার্জন করো এবং দক্ষতা বৃদ্ধি করো শুরু থেকেই। এগিয়ে যাও নিজেদের এবং জাতির উন্নতির লক্ষ্যে। তোমাদের এই নতুন পথচলায় পূর্ণ সহমর্মিতা ও শক্তি নিয়ে চলার জন্য আমরা সর্বদা পাশে আছি। তোমাদের এক একটি পদক্ষেপে যেন ঈমান, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা হয়, এবং জাতির কল্যাণে তুমি একটি দৃষ্টান্ত হয়ে ওঠো, এমনটাই প্রত্যাশা থাকবে সবসময়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence