ড. ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানানোর আহ্বান সমন্বয়ক আসিফ মাহমুদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৭:৩৪ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ০৭:৪৩ AM
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশে রওনা করেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা রয়েছে। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে উপস্তিত থাকতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
বুধবার (৭ আগস্ট) রাতে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।’
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান জানান।
আরও পড়ুন: সকালের মধ্যে সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে: আসিফ
এদিকে, সকালের মধ্যে প্রধান বিচারপতিসহ সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা লেখেন তিনি।