নর্থ সাউথের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ আগস্ট ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
নর্থ সাউথের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

নর্থ সাউথের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির সামনে নর্থ সাউথসহ ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও গ্রিন ইউনিভার্সিটি।

শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে যমুনা ফিউচার পার্কের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে যাচ্ছেন।

এসময় শিক্ষার্থী কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে। এ সময় তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। 

সারাদেশে আজ শনিবার (৩ আগস্ট) বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে আগামীকাল রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল (শনিবার) সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।’

সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র-নাগরিক, অভিভাবক, মা-বোন যে যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল, প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন।

বেনাপোল কাস্টমসে অনিয়ম–দুর্নীতির অভিযোগের ১৭ কমিশনার বদলি
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্রে লি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শীতার্তদের জন্য জামায়াত আমিরের ক্যাম্পেইন ‘উষ্ণতার আমানত’
  • ০৩ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চাইলেন নোয়াখালীর কোচ সু…
  • ০৩ জানুয়ারি ২০২৬
দুই কারণে এনসিপি থেকে পদত্যাগ দেড় ডজন নেতার, পরবর্তী গন্তব্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!