গ্রেফতার করে গণহত্যার দায় এড়াতে পারবে না সরকার: ছাত্র ইউনিয়ন

২৭ জুলাই ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সারাদেশে রাজনৈতিক কর্মীসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বাসা-মেস থেকে গণহারে গ্রেফতার করছে বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি জানায়, এলাকায় এলাকায় পুলিশ-ছাত্রলীগের যৌথ মহড়ায় নির্যাতিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ার দায়ে সরকারি হিসাবমতে, গত পাঁচ দিনে ৯ হাজার ছাত্র জনতাকে গ্রেফতার  করে দায়ের করা হয়েছে অসংখ্য মিথ্যা মামলা। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাগীব নাঈম ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে জানায়, সারাদেশে ‘কোয়ালিটি অ্যারেস্ট’ এর মাধ্যমে ‘কোয়ালিটি স্বৈরাচাররে’ পরিণত হয়েছে সরকার। স্বৈরাচার শেখ হাসিনার বিভিন্ন সংস্থা নাগরিকদের সাংবিধানিক অধিকার ও সর্বজনীনন মৌলিক মানবাধিকারের তোয়াক্কা না করে গুম করে নির্যাতন ও বেআইনি উপায়ে গ্রেফতার করছে।

এ ধরনের অসাংবিধানিক ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আন্দোলনের সমন্বয়কসহ সারাদেশে শিক্ষার্থীদের গণগ্রেফতার প্রমাণ করে জনমানুষের আন্দোলনে ভীত হয়ে সরকার দমন-পীড়নের লাইন গ্রহণ করেছে। কিন্তু ইতিহাস শিক্ষা দিয়েছে এই ধরনের কার্যক্রম হচ্ছে স্বৈরাচারের কফিনে শেষ পেরেক।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে ডিবি। এর আগেও নাহিদসহ একাধিক সমন্বয়ককে তুলে নিয়ে শারীরিক ও মানসিক  নির্যাতন করেছে পুলিশের এই বিশেষ সংস্থা। সারাদেশে রাজনৈতিক কর্মীসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বাসা-মেস থেকে গণহারে গ্রেফতার করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, স্বৈরাচার পতনের বিদায় ঘণ্টা বেজে গেছে। হামলা-মামলা, গুম ও গ্রেফতার করে গণঅভ্যুত্থান ঠেকানো যাবে না। যত বেশি হামলা-মামলা-গুম-গ্রেফতার আসবে, ছাত্র-জনতা তত বেশি ঐক্যবদ্ধ হবে। দেশে বর্তমানে স্পষ্টতই দুটি পক্ষ একদিকে স্বৈরাচার অন্যদিকে সমগ্র জনগণ। জয় জনগণেরই হবে। আসছে ফাগুন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হবে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬