হল ছেড়ে পালালেন শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

বিশ্ববিদ্যালয়ের পেছনের গেইট দিয়ে পালাচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয়ের পেছনের গেইট দিয়ে পালাচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ-সম্পাদক সজীবুর রহমানসহ কমিটির সবাই আবাসিক হল ছেড়ে পালিয়েছেন। বুধবার (১৭জুলাই) দুপুর ২টা ২০মিনিটে শাহপরাণ হল থেকে বের হয়ে সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৩১১৭) যোগে ক্যাম্পাসে পেছনের টিলারগাঁও এলাকা দিয়ে পালিয়ে যান সভাপতি ও সাধারণ-সম্পাদক।

দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা বের হতে চাইলেও হলের সামনে সাংবাদিক দেখে চলে এসে গেস্ট রুমে অবস্থান নেন। পরে সাংবাদিক চলে গেলে তারা একসাথে বেরিয়ে যান। এসময় তাদের সাথে ছাত্রলীগের ৫ থেকে ৭জন নেতাকর্মীদের দেখা যায়।

এর আগে, দুপুর ১২ টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ব্যাগ নিয়ে তাড়াহুড়ো হয়ে বের হয়ে আবাসিক হল ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারা সাধারণ শিক্ষার্থীদের ভয়ে টিলারগাঁও হয়ে বিমানবন্দর এলাকা দিয়ে পালিয়ে গেছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence