বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর রাবি ছাত্রলীগের হামলা

১৬ জুলাই ২০২৪, ০১:১৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর রাবি ছাত্রলীগের হামলা

বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর রাবি ছাত্রলীগের হামলা © টিডিসি ফটো

বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের দিকে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে আহত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, আমরা বাম সংগঠনের কয়েকজন নেতাকর্মী মমতাজ উদ্দিন কলাভবনের সামনে গল্প করছিলাম। ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইকের মহড়া দিচ্ছিল। হঠাৎ তারা আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

আহত ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বলেন, হঠাৎ ছাত্রলীগ নেতা মনোমহন বাপ্পার নেতৃত্ব অতর্কিত হামলা করে। আমার কানে সার্জারি করা ছিল। সেখানে আঘাত পেয়েছি। হামলায় সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। তখন আমি দৌড়ে প্রশাসন ভবনে এসে আশ্রয় নেই। আমাদের কোনো দলীয় কর্মসূচি ছিল না।

জানা গেছে, ছাত্রলীগের অতর্কিত হামলায় বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল হোসেনসহ প্রায় ১০ জন শিক্ষার্থীর ওপর এ হামলা চালায় ছাত্রলীগ। 

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, বিষয়টি জানার পর প্রক্টর অফিসে আমরা বসেছি। অভিযোগ জেনেছি। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেব।

এর আগে, বিকেল ৫টার দিকে কোটা আন্দোলনের নামে রাজাকারদের মতাদর্শ প্রচারের বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ। এতে নেতাকর্মীদের ক্যাম্পাসে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেন নেতারা। এ ঘোষণার পর বাইক নিয়ে ক্যাম্পাসে মহড়া শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এতে দেখা যায়, ক্যাম্পাসের শহিদ জোহা চত্বর, টুকিটাকি চত্বরসহ বিভিন্ন স্থানে জনসমাগম দেখলেই তাদের হটিয়ে দিচ্ছে ছাত্রলীগ। সেচ্ছাসেবী একদল শিক্ষার্থীদের অভিযোগ, সাংগঠনিক কাজ শেষে ফিরছিলাম। পথিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাইক দিয়ে আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ছত্রভঙ্গ এবং গালিগালাজ করেন। 

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। কোনো অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেব।

 
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬