ঢামেকে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

১৫ জুলাই ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
হামলা করতে আসা ছাত্রলীগ

হামলা করতে আসা ছাত্রলীগ © টিডিসি ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আন্দোলনকারীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় মেডিকেলের ভেতরে ঢুকে ছাত্রলীগ এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। 

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরে লাঠি-সোটাসহ ছাত্রলীগের কর্মীরা ঢুকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এবং আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। হামলা চলাকালে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।   

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত ১৮২ শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় ছাত্রী আহত হয়। এ ছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

রাবি প্রেসক্লাবের তিন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্…
  • ০৭ জানুয়ারি ২০২৬
নিজ বিভাগে দাপট দেখালেন শিবিরের ভিপি প্রার্থী রিয়াজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
আরও পাঁচ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ ৩ পদে ব্যবধান বাড়াচ্ছে …
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নতুন নাম ‘অপরাজিতা’
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার…
  • ০৭ জানুয়ারি ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২…
  • ০৭ জানুয়ারি ২০২৬