মোটরসাইকেল পার্কিং নিয়ে তর্কে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম আরেক কর্মীর

২১ জুন ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

ভোলার চরফ্যাশনে সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্কের জেরে মো. রাকিব (২৬) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক ছাত্রলীগ কর্মী। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চরফ্যাশন ফাতেমা মাতিন মহিলা কলেজের সামনে এঘটনা ঘটে। রাকিবকে গুরুতর আহতাবস্তায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রাকিব নুরাবাদ ইউনিয়নের মো. লেকমান হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাকিব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা মতিন মহিলা কলেজ এলাকায় তার এক আত্মীয় বাড়িতে দাওয়া খেতে যান। এসময় সড়কের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে অপর এক ছাত্রলীগ কর্মী শাহিন ও তার বন্ধু মো. সজিবের সঙ্গে তর্ক হয়। এর জের ধরে শাহিন, রাকিবকে ধারালো চাকু দিয়ে তার ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্তায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ জানান, তারা উভয়ই ছাত্রলীগের কর্মী। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬