চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ৯

চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম কলেজ  © সংগৃহীত

আধিপত্য বিস্তার কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ মে) কলেজের কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক রিয়াজ উদ্দীন, ইংরেজি ১ম বর্ষের শিক্ষার্থী জাবের বিন জাফর, ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ছাবের, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল মাজেদ ফয়সাল, ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মাহিবি তাজোয়ার, ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এরফান আলম, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের জনি, ডিগ্রি তৃতীয় বর্ষের  মিজান ও ইশতিয়াক।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম মনির বলেন, স্নাতক প্রথম বর্ষের ভর্তির সময় কাগজপত্র জমা দিতে শিক্ষার্থীদের খামের প্রয়োজন হয়। ২০ টাকার সেই খাম ১০০ টাকায় শিক্ষার্থীদের কিনতে বাধ্য করছেন সুভাষ মল্লিক ও তার অনুসারীরা। প্রতিবাদ করায় কয়েকজন সাধারণ শিক্ষার্থীকেও তারা মারধর করেছেন। আমরা বেশি দামে খাম বিক্রির কারণ জানতে চাওয়ায় তারা গায়ে পড়ে দ্বন্দ্বে জড়িয়েছে। তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, বহিরাগত এক নেতার কারণে চট্টগ্রাম কলেচেজ অরাজকতা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের নষ্ট রাজনীতি পরিচালনা করছেন তিনি। যার কারণে শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মানছে না। ফলে মারামারি সংঘাত সৃষ্টি হচ্ছে।  

চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই সারওয়ার আজম বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। কলেজ কর্তৃপক্ষ দুই পক্ষকেই ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম প্রায় তিন মাস ধরে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। তার সাথে যারা ছিল তারা এখন সহসভাপতি মনিরুল ইসলাম মনিরকে সামনে রেখে রাজনীতি করছে। বিষয়টি সহজে মেনে পারছেন না কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। ফলে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence