স্বৈরাচার আইয়ুব পতনের আসাদ আজও অনুপ্রেরণা: সমাবেশে ছাত্র ফেডারেশন

ঢাবি ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের মিছিল
ঢাবি ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের মিছিল  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র ফেডারেশনের আয়োজনে শহিদ আসাদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় ঢাবির ডাচ সংলগ্ন ক্যাফেটেরিয়ার সামনে শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা "শহিদ আসাদ দিচ্ছে ডাক স্বৈরাচার নিপাত যাক, যুগে যুগে শহিদ আসাদ দূর করবে ফ্যাসিবাদ, শিক্ষাকাজ ভোটাধিকার ছাত্র ফেডারেশনের অঙ্গীকার" ইত্যাদি স্লোগান দেয়। 

সমাবেশে ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, "মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম তার  ঘোষণা ছিল বাংলাদেশ জনগণের সকল গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করবে। কিন্তু বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।  সরকার বিভিন্ন প্রভুদের সাহায্য নিয়ে বিরোধীদের দাবি অগ্রাহ্য করে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে তার অবৈধ ক্ষমতার নবায়ন করেছে। বাংলাদেশকে বিদেশি প্রভুদের দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা আজ হুমকির মুখে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা দরকার, দরকার গণআন্দোলন-গণঅভ্যুত্থানের। তাই আমাদের দরকার হাজারো আসাদের; যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় আসাদের মতো জীবন বাজি রেখে লড়াই করবে।”

ছাত্র সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান জুলুমশাহী আইয়ুবের পতনের দাবির মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। শহিদ আসাদের মৃত্যুতে আইযুব পতনের আন্দোলন সারাদেশে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ে। ১৯৬৯’র গণঅভ্যুত্থানের প্রধান নায়কে পরিণত হোন আসাদ। ৬৯এর গণঅভ্যুত্থানের অভূতপূর্ব জাগরণেরই বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন নতুন মাত্রা লাভ করে। আজকের দিনেও আসাদ আমাদের অনুপ্রেরণা হয়ে আছেন। বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে আসাদ চিরকাল বেঁচে থাকবেন।

এ সময় বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বর্তমান সরকার জনগণকে প্রজায় পরিণত করেছে উল্লেখ করে আসাদ দিবসের ছাত্র সমাবেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান ছাত্রনেতারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence