অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১দফা দাবি ও নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি এবং শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর প্রগতি সরণি এলাকা থেকে শুরু হয়ে কুড়িল ফ্লাইওভারের দিকে যায়। এরপর কিছুদূর অগ্রসর হওয়ার পর পিছন থেকে পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সংসদে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম।

আরও পড়ুন: জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন, মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান প্রমুখও উপস্থিত ছিলেন ওই মিছিলে।

তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সালেহ আহমেদ বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিশাল ছাড়াও মিছিলে ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহাবু্দ্দিন ইমন। 

একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ নাঈম, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সাংগঠনিক সম্পাদক মো:সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান এবং হাতিরঝিল থানা ছাত্রনেতা ইসমাঈল হোসেনও ছিলেন সরকার বিরোধী এ মিছিলে।

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬