অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
রাজধানীর শাহবাগ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

রাজধানীর শাহবাগ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে পরিবাগ পর্যন্ত এ বিক্ষোভ করা হয় বলে জানিয়েছেন তারা।

এক বার্তায় জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষ পর্যায়ে র‌্যাব সদস্যরা মিছিলে বাধা দেয় বলে এতে জানানো হয়েছে।

আরো পড়ুন: অবরোধের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, বোরহান উদ্দিন খান সৈকত, মাহফুজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সুলতানা আক্তার মিম, সহ নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী
  • ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
সরকারি ৩৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage