অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির চলমান অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
বুধবার (০৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ং গেইট এলাকায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সান্ধ্য কোর্সের লাগাম টানতে একক নীতিমালা তৈরির উদ্যোগ
এসময় আব্দুল্লাহ আল নোমান বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্র সমাজ শক্ত হাতে রুখে দিবে। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার। আমরা আন্দোলন চালিয়ে যাবো।
মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।