জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের দাবিতে © সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তুলে ধরেন তারা।
শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে একাধিক দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সব সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করে নম্বরসহ ফল প্রকাশ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালনায় ধারাবাহিক ব্যর্থতার দায় নিয়ে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম কমিশনের পদত্যাগ, পিএসসির গুণগত সংস্কার, জাতীয় সংসদ নির্বাচনের পর ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ, নন-ক্যাডার বিধিমালা সংশোধন এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বিক্ষোভ কর্মসূচির শুরুতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষার্থী জালাল আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মিয়াজী, জুলাইযোদ্ধা আমানুল্লাহ ফারাবী, জুলাইযোদ্ধা জীবন আহমেদ, সজিব, সাদিকুজ্জামান সাদিক, এনামুল হক জমিদারসহ অন্যান্যরা।
বক্তব্যে ২০১৮ ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের আইন ও আদালত সেলের প্রধান সমন্বয়ক জালাল আহমদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হলে শিক্ষার্থীদের জন্য তা সহায়ক হবে। দীর্ঘদিন পর তরুণ প্রজন্ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চায়।