হরতালের সমর্থনে বাংলামোটরে ছাত্রদলের মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ১২ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বাংলামোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল) আক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি করিম প্রধান রনি, মিজানুর রহমান শরীফ, মাহবুব আলম, সহ-সাধারণ সরকার জসিম উদ্দিন সম্রাট, শাহপরান, আজিজুল হক জিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আবিদ কামাল রুবেল, হাসিব হক প্রমুখ।