তফসিল প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ PM
“একতরফা ও ভোট ডাকাতির” তফসিল আখ্যা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলো। তফসিল প্রত্যাখ্যান করে মশাল করেছে বের করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পরই বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে মিছিল বের করেন।
মিছিলে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা তফসিল, জনগণ মানে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মশাল মিছিলটি নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কাঁটাবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী ও ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।