অবরোধের সমর্থনে নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী (রনি), শ্যামল মালুম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূরে আলম ভূইয়া ইমন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সদস্য সাইফ সজীব, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন।