অবরোধ সমর্থনে চতুর্থবারের মতো ঢাকা কলেজ গেটে ছাত্রদলের তালা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ PM
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে ঢাকা কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) সকালে শাখা ছাত্রদলের পক্ষ থেকে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেন। এসময় তারা ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘১ দফা দাবিতে অবরোধ’ লেখা সংবলিতব্যানার-ফেস্টুন নিয়ে কলেজ গেটে অবস্থান নেন।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসগুলো প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রলীগের একক আধিপত্য।
এর আগে বিএনপি-জামায়াতের অবরোধ সমর্থনে আরও তিনবার তালা ঝুলিয়েছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে, চতুর্থবারের মতো শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আজ সোমবার সকালে কলেজ গেটে তালা ঝুলিয়ে দিলে কলেজ প্রশাসন দ্রুতই তালা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। গতকাল রবিবার সকাল থেকে এ দফার কর্মসূচি শুরু হয়।
এর আগে গত ৯ নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কয়েক দফার অবরোধ চলাকালে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।