অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের রাস্তায় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১ দফা দাবি আদায়ে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে আমরা অবরোধ কর্মসূচী পালন করছি।