গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত

০২ নভেম্বর ২০২৩, ০৪:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
নিহত ছাত্রলীগ নেতা তারেক

নিহত ছাত্রলীগ নেতা তারেক © সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারেক চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের আরও ৫ জন নেতাকর্মী।

বুধবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে প্রাইভেটকারটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে নোয়াগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে থাকা ৬ জন গুরুতর আহত হন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে পাঠালে প্রাইভেটকারের চালক ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আহত ৫ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহতরা হলেন, সাকিল আহমদ, সাজু মিয়া, মো. জাহিদ, শান্ত ও আলমগীর। আহতরা ছাত্রলীগের নেতাকর্মী।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় তারেক চৌধুরী নামে একজন মারা যায়।

‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!