স্ট্যাম্প ও রড হাতে টিএসসিতে ঢাবি ছাত্রলীগ 

স্ট্যাম্প ও রড হাতে টিএসসিতে ঢাবি ছাত্রলীগের অবস্থান
স্ট্যাম্প ও রড হাতে টিএসসিতে ঢাবি ছাত্রলীগের অবস্থান  © টিডিসি ফটো

একে একে রড, পাইপ, কাঠের টুকরা, স্ট্যাম্প হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সমবেত হচ্ছেন টিএসসি এলাকায়। এখান থেকেই তারা সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে একসাথে সমাবেশে যোগ দিতে যাবেন বলে জানা গেছে। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, হাতে রড, স্টাম্প, ব্যাট, পাইপ নিয়ে টিএসসি এলাকায় একত্রিত হচ্ছে বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছেন তারা। তাদের দাবি ক্যাম্পাসে বিএনপি জামায়াতের দোসরদের প্রবেশ এবং বিশৃঙ্খলা রুখে দিতেই তাদের এই প্রস্তুতি।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা এই কঠোর অবস্থান নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা ক্যাম্পাস পাহাড়ার কাজে নিয়োজিত আছি। ক্যাম্পাসে কোনো ধরণের অরাজকতা, ঢাবি বাংলাদেশ ছাত্রলীগ হতে দিবে না। 

সমাবেশে যোগদানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে আপাতত ক্যাম্পাস পাহাড়া দিতে বলা হয়েছে তবে ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আদেশ এলে তাদের নেতৃত্বেই আমরা সমাবেশে যোগদান করবো।

ছাত্রলীগ সূত্র জানায়, ঢাবি ছাত্রলীগের একাংশ আজ শান্তি সমাবেশে যোগ দিলেও আরেক অংশের অবস্থান থাকবে ক্যাম্পাসে।


সর্বশেষ সংবাদ