মুজিবের বায়োপিক দেখতে নেতাকর্মীদের আহ্বান ছাত্রলীগের

১২ অক্টোবর ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
মুজিব বায়োপিকের পোস্টার

মুজিব বায়োপিকের পোস্টার © ফাইল ছবি

নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীমূলক চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারের জন্য ছাত্রসমাজ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেষ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ছাত্রলীগ। এর আগে এদিন সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়ে প্রিমিয়ারের শুভ উদ্বোধন করেন।

ছাত্রলীগের বিজ্ঞপিতে বলা হয়েছে, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম, সংগ্রাম-সাধনা, আত্মত্যাগ-অর্জন নিয়ে নির্মিত এই চলচ্চিত্র শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন  ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এতে আরো বলা হয়, এই সিনেমায় বাংলাদেশে স্বাধীনতাসংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা-অবদান, আত্মত্যাগের অপরূপ চিত্র ফুটে উঠবে। এই সিমেনার মাধ্যমে ছাত্রসমাজ ও যুব-তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ইতিহাসের সত্যপাঠের পাশাপাশি আরো অনেক অজানা তথ্য জানতে পারবে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে চূড়ান্ত অনুপ্রেরিত করবে।

আরও পড়ুন: হলে গিয়ে মুজিব সিনেমা দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

সিনেমাটি ছাত্রসমাজ, কিশোর, যুবক, তরুণ সবাইকে দেখার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির সর্বোচ্চ প্রচার নিশ্চিতকল্পে ফেসবুক, মাইকিং, হ্যান্ডবিল বিতরণের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9