ছাত্রদলের দেয়াল লিখন পাত্তা দেয় না ছাত্রলীগ: সৈকত

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত  © সংগৃহীত

ছাত্রলীগ ছাত্রদলের দেয়াল লিখনকে পাত্তা দেয় না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেছেন, ছাত্রদলের এসব দেয়াল লিখন সাধারণ শিক্ষার্থীরা মুছে দিয়েছেন। ছাত্রদলের দেয়াল লিখন সম্পর্কে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ বিভিন্ন স্থাপনায় দেয়াল লিখন কার্যক্রম করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ছাত্রদলের দেয়াল লিখনে দেখা গেছে, ‘‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে -ঢাবি ছাত্রদল। দেশ বাঁচাও মানুষ বাঁচাও -দেশনেত্রী বেগম খালেদা জিয়া -ঢাবি ছাত্রদল। টেক বেক বাংলাদেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ -তারেক রহমান।’’ এসব উক্তি তারা লিখেছেন।

আরও পড়ুন: ঢাবির দেয়ালে দেয়ালে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ভোর রাতে ছাত্রদল এ কাজ করেছে। তাদের এই দেয়াল লিখনকে আমার পাত্তা দেই না। তাদের দেয়াল লিখন সাধারণ শিক্ষার্থীরা মুছে দিয়েছেন। ওই দেয়াল লিখন এখন আর নেই।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, আজ সকালে আমরা এই চিকা (দেয়াল লিখন) লাগিয়েছি। বর্তমান সরকারের কারণে মানুষের মানবাধিকার হুমকির মুখে পড়েছে। গতকালের আগেরদিন ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীরা পানি বন্দি থাকলেও কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকারের মদদপুষ্ট প্রশাসন। সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে বাচঁতে পারছে না।


সর্বশেষ সংবাদ