বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি হলেন ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

ফজলুর রহমান খোকন
ফজলুর রহমান খোকন  © ফাইল ফটো

বগুড়া জেলা বিএনপির  সহ-সভাপতির পদ পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। রোববার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

২০১৯ সালে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছাত্রদলের প্রেসিডেন্ট নির্বাচিত হন খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, খোকন ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলা পারভবানীপুর গ্রামে।

খোকন বগুড়াত পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি হাইস্কুল থেকে ২০০০ সালে এসএসসি, শেরপুর ডিগ্রি কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স এবং ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্ট্যাডিজে অধ্যয়নরত।

২০০৩-০৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র হিসেবে রাজনীতিতে পদার্পণ তার। ২০০৫ সালের ছাত্রদলের এই হল শাখা কমিটির সহদফতর সম্পাদকের দায়িত্ব পান।

খোকন রাজনৈতিক কারণে ২৩টি মামলার শিকার হয়েছেন। চারবার তাকে কারাবরণ করতে হয়েছে।


সর্বশেষ সংবাদ