কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ছবি

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কারো বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয় নি।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, যারা স্বাধীনতাবিরোধী ও রাজাকারপ্রেমী, ছাত্রলীগ করবে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে না, তারা কখনোই ছাত্রলীগের হতে পারে না। কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানার সভাপতি মো. শেখ আবুল কাসেম, দেবীদ্বারের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগরের সহ-সভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনার যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগরের উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, দোলাই নোয়াবপুর সরকারি কলেজের সহ-সভাপতি মো. তারেক, লুটেরচর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শত, গল্লাই ইউনিয়নের সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘসি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বড়শালঘর ইউনিয়নের সভাপতি মো. ছাদেক হোসেন ব্যাপারী, বাতাঘসি ইউনিয়নের সহ-সভাপতি মো. ফাহিম, গল্লাই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাঙাঘাসি ইউনিয়নের সহ-সভাপতি মো. ফাহিম ও বরকামতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. এনামূল হক। 

 

অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কেন্দ্রের প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের নির্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
রুয়েটে নারী নিপীড়নের অভিযোগ: বহিষ্কারের দাবিতে ক্লাস বর্জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage