কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ছবি

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কারো বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয় নি।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, যারা স্বাধীনতাবিরোধী ও রাজাকারপ্রেমী, ছাত্রলীগ করবে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে না, তারা কখনোই ছাত্রলীগের হতে পারে না। কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানার সভাপতি মো. শেখ আবুল কাসেম, দেবীদ্বারের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগরের সহ-সভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনার যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগরের উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, দোলাই নোয়াবপুর সরকারি কলেজের সহ-সভাপতি মো. তারেক, লুটেরচর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শত, গল্লাই ইউনিয়নের সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘসি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বড়শালঘর ইউনিয়নের সভাপতি মো. ছাদেক হোসেন ব্যাপারী, বাতাঘসি ইউনিয়নের সহ-সভাপতি মো. ফাহিম, গল্লাই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাঙাঘাসি ইউনিয়নের সহ-সভাপতি মো. ফাহিম ও বরকামতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. এনামূল হক। 

 

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage