শিবিরকে বাদ দিয়ে ১৯ ছাত্রসংগঠন নিয়ে গঠন হচ্ছে ছাত্রঐক্য

আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ
আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ  © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে মত বিনিময় সভা করেছে ১৯ ছাত্র সংগঠন। তবে এই মতবিনিময় সভায় ছিলো না ছাত্রশিবির। রবিবার (২৭ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংগঠনগুলো ছাত্র ঐক্য গঠনের বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিল ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্রঐক্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ভাসানী ছাত্র পরিষদ, ছাত্র মিশন, জাগপা ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), ছাত্র ফোরাম ও জাতীয় ছাত্র সমাজের (জাতীয় পার্টি,কাজী জাফর) প্রতিনিধিবৃন্দ।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,  নাগরিক ছাত্রঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পিরাচা, ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহমেদ শাকিল, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, (জাগপা) ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি নিজাম উদ্দিন আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন (এনডিএম) এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এর সভাপতি এহতেশামুল হক, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি) এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফোরাম এর যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইব্রাহিম, জাতীয় ছাত্র সমাজ (জাতীয় পার্টি,কাজী জাফর) এর সদস্য সচিব মেহেদি হাসান


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence