সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় ভোলায় ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি

ভোলায় অব্যাহতি পাওয়া চার ছাত্রলীগ নেতা
ভোলায় অব্যাহতি পাওয়া চার ছাত্রলীগ নেতা  © সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের চারজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে- সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরি ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

জানা গেছে, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে করে লিখেন, মধুর কণ্ঠের কুরআনের পাখির মৃত্যু! আহ্ এমন সংবাদে হৃদয় ভেঙে গেল- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া দৌলতখান উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আমি মুসলিম হিসেবে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। একটা মানুষের মৃত্যুর পর মুসলিম হিসেবে যেটা বলার আমি সেটা বলেছি। তবে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজ আমি করিনি।

দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফ উদ্দিন সৌরভ খান বলেন, তারা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ জন্য তাদের অবহিত দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। 

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের পদ থেকে অবহিত করা হয়েছে। ছাত্রলীগে শৃঙ্খলা বিরোধীদের কোনো স্থান নেই।


সর্বশেষ সংবাদ