দুর্নীতিবাজদের বিরুদ্ধে ৫ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ: সাদ্দাম

১১ আগস্ট ২০২৩, ০৫:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাদ্দাম হোসেন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাদ্দাম হোসেন © সংগৃহীত

দেশে যারা দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দেশের পাঁচ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।  

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ও তারেক রহমানকে ইঙ্গিত করে সাদ্দাম বলেন, লন্ডনের চোরের মন্তব্য, বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করবে না। ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সংগ্রামই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। যারা হাওয়া ভবনের রাজনীতি কায়েম করতে চায়, গ্রেনেডের রাজনীতি কায়েম করতে চায়, দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি। আমরাই বিজয়ী হবো।

আমরা ঐক্যবদ্ধ হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ঢাকাসহ গোটা দেশে নৌকা মার্কার ব্যালট বিপ্লব নিশ্চিত করার প্রত্যাশা রাখছি—জানান ছাত্রলীগ সভাপতি।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনের লড়াই-সংগ্রামে ঢাকার রাজপথে ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও আওয়ামী লীগ এবং তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

চব্বিশ প্রমাণসহ নাহিদের আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিয…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage