খুলনায় ছাত্র অধিকার পরিষদের ১৭ নেতার পদত্যাগ

০৯ আগস্ট ২০২৩, ০৮:৪৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ছাত্র অধিকার পরিষদ

ছাত্র অধিকার পরিষদ © লোগো

খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৭ নেতা পদত্যাগ করেছেন। গত সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। 

পদত্যাগপত্রে সংগঠনের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন গড়ে তোলা, রাজনীতির নামে অপরাজনীতি চর্চা ও প্রতিশ্রুতি ভঙ্গকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পদত্যাগ করা নেতারা হলেন– জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক রাসেল গাজী, দপ্তর সম্পাদক মনিরা কাজী আনিশা, প্রচার সম্পাদক মিশকাতুল ইসলাম, অর্থ সম্পাদক জুবায়ের ইসলাম পিয়াস, সহসভাপতি আকবর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হারুন মোড়ল, বিভিন্ন সম্পাদক পদে থাকা নাজমুল হোসেন ইমরান, সাইফুল ইসলাম রনি, সুলতান সালাউদ্দিন, হাসানুল ইসলাম তুহিন, আরিফ মাহমুদ, শামীম হোসেন ও নাজমুস সাকিব এবং সদস্য মেহেদী হাসান ও ওমর ফারুক।

এ বিষয়ে জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, একের পর এক কেন্দ্রীয় নেতাদের ভুল সিদ্ধান্ত, নীতি ও আদর্শ বিবর্জিত বক্তব্য, স্বেচ্ছায় বিপথগামী হওয়া এবং দ্বিখণ্ডিত গণঅধিকার পরিষদের পথচলা তাদের আশাহত করেছে। এ কারণে তৃণমূলে কাজ করার পরিবেশ নষ্ট হচ্ছে। আদর্শের বিচ্যুতি ঘটেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করছে। যেসব কথা ও কাজের ভিত্তিতে তারা একত্র হয়েছিলেন, মানুষকে আশা দেখিয়েছিলেন, তার লেশমাত্র নেই। বিবেকের তাড়নায় তারা পদত্যাগ করেছেন।

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বলছে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
জুলাই যোদ্ধা মাহদীকে মুক্তি দিতে ১ ঘণ্টার আল্টিমেটাম বৈষম্য…
  • ০৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির অনুমো…
  • ০৩ জানুয়ারি ২০২৬
পরিবারসহ আন্দোলনে নামছেন মোবাইল ব্যবসায়ীরা
  • ০৩ জানুয়ারি ২০২৬
দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত
  • ০৩ জানুয়ারি ২০২৬
ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!