লোহাগাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিনকে সংবর্ধনা
- লোহাগাড়া প্রতিনিধি
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মাদ্রাসা শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক পদে মনোনীত হওয়ায় লোহাগাড়ার সন্তান মোহাম্মদ হামিম হোসাইন রবিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই ) বিকেলে লোহাগাড়ায় পৌঁছালে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন হামিম হোসাইন রবিন। পরে তিনি উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন রকি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল হাকিম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সহ-সভাপতি রিজভী ওয়াহিদ প্রমুখ। এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এই কমিটিতে হামিম হোসাইন রবিনকে মাদ্রাসা শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক পদে মনোনীত করা হয়।