হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
মুন্সিগঞ্জ সদরের একটি হাসপাতালে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় শেখ মো. শাকিল (২৫) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার গজারিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমুশুরা এলাকার বাসিন্দা শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁরা পরিবারসহ মুন্সিগঞ্জ পৌরসভার দুধবাজার সংলগ্ন খালইষ্ট এলাকায় বসবাস করেন।
আরও পড়ুন: হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি হাসপাতালে ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা শাকিলকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন।
আজ রবিবার মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর দিয়ে পালানোর চেষ্টা করছিলেন শাকিল। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে থানা হাজতে আছেন। আজ তাকে আদালতে তোলা হবে।