ছাত্রলীগ সম্পাদক ইনানকে ভ্রাম্যমাণ আদালতের সতর্কতা

১১ জুন ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
বরিশালে নির্ধারিত সময়ের পর মিছিল বের করে ছাত্রলীগ

বরিশালে নির্ধারিত সময়ের পর মিছিল বের করে ছাত্রলীগ © সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের নির্ধারিত সময় পার হলেও মিছিল করায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। এদিন ছিল সিটি নির্বাচনের প্রচারের শেষ দিন।

আচরণবিধি অনুযায়ী, রাত ৮টার পর মিছিল-সমাবেশ নিষেধ। কিন্তু ইনান হাজারখানেক নেতাকর্মী নিয়ে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে মিছিল বের করেন নির্ধারিত সময়ের পর। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার ভ্রাম্যমাণ আদালত মিছিল বন্ধ করতে বলেন।

স্থানীয় নেতাকর্মীরা এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তবে আদালত তাদের বলেন, মিছিল করলে আচরণবিধি লঙ্ঘন হবে। সে জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে ইনানের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর মিছিলটি শ্লোগান বন্ধ করে নীরবে কেন্দ্রীয় কারাগারের দিকে চলে যায়। সেখান থেকে মিছিলটি আবার সদর রোডের দিকে আসে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, প্রচার শেষে হেঁটে নির্বাচনী কার্যালয়ে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রশাসন নির্বাচনী নিময়শৃঙ্খলা সম্পর্কে অবগত করায় ধন্যবাদ জানিয়েছি। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, দুটি ভ্রাম্যমাণ আদালত ছিলেন সদর রোডে। নৌকার পক্ষে যারা মিছিল করছিলেন তাদের সতর্ক করা হয়েছে।

আগামীকাল সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। নৌকা প্রতীকের মেয়র র্প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে প্রচার চালাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বরিশালে রয়েছেন।

অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কেন্দ্রের প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের নির্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
রুয়েটে নারী নিপীড়নের অভিযোগ: বহিষ্কারের দাবিতে ক্লাস বর্জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage