রিকশা ভাড়া নির্ধারণের পর তাদারকিতেও ছাত্রলীগ

রিকশা ভাড়া নির্ধারণের পর তাদারকিতেও ছাত্রলীগ
রিকশা ভাড়া নির্ধারণের পর তাদারকিতেও ছাত্রলীগ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনিয়ন্ত্রিত রিকশা ভাড়া নিয়ন্ত্রণে আনতে তদারকিতে তৎপরতা চালাচ্ছেন ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। গত ২১ মে থেকেই এই রিকশা ভাড়া নিয়ন্ত্রণে তদারকি নেমেছে সংগঠনটি। বুধবার (২৪ মে) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন মোড় তথা- পলাশী,  নীলক্ষেত মোড়, টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হল, ঢাকা মেডিকেল, শহীদ মিনার, কলাভবন, শ্যাডো একুশে হল, বঙ্গমাতা-মৈত্রী হলসহ বেশ কয়েকটি স্পটে এই তৎপরতা দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভাড়ার ব্যাপারে রিকশাওয়ালারা কোন কিছু না বুঝলে সেটাও বুঝিয়ে দিচ্ছেন ছাত্রলীগ কর্মীরা। তারা রিকশাওয়ালাদের গামছা, পানি দেয়াসহ বিভিন্ন সহযোগিতায় এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবক হিসেবে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন তারা জানিয়েছেন।

ক্যাম্পাসের পলাশী মোড়ে ভাড়া নিয়ন্ত্রণে তদারকি করছেন ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ, জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় আসাদুজ্জামান ফরিদ বলেন, আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ভাইয়ের স্বপ্নের মত একটি কাজ হচ্ছে ঢাবি শিক্ষার্থীদের বিভিন্ন স্পটে যাতায়াতের ভাড়া নির্ধারণ করে দেওয়া, যা শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনের প্রতিশ্রুতি ছিলো।

সব হল শাখা ক্যান্ডিডেট এবং বিশ্ববিদ্যালয়ের নেতারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন এই কাজে। পলাশী, নীলক্ষেত, ভিসি চত্বর, শাহবাগ, ঢাকা মেডিকেল, শহীদ মিনার, কলাভবন, শ্যাডো একুশে হল, বঙ্গমাতা হল ইত্যাদি ইউনিটেও কাজ চলছে। শহীদ সার্জেন্ট হল শাখা আছে পলাশীর দায়িত্বে।

আরও পড়ুন: সশতাধিক রিকশাচালককে উপহার ঢাবি ছাত্রলীগের

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি চলমান নিয়ম ভেঙে নতুন একটি নিয়ম প্রতিষ্ঠা করাটা অনেক কঠিন ও সময়সাপেক্ষ। নতুন রিকশা ভাড়া কার্যকর করাটাও একটা কঠিন কাজ। যা বাস্তবায়নে আমরা কাজ করছি। নেতাকর্মীরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবক হিসেবে ভাড়া নিয়ন্ত্রণে তদারকি করছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ মে) নতুন নির্ধারিত ভাড়ার খসড়া ঢাবি ছাত্রলীগের সাধারণ সস্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমানের হাতে তুলে দেন। যা গত রোববার (২১ মে) থেকে ক্যাম্পাসে কার্যকর করা শুরু হয়। 

বিশ্ববিদ্যালয়জুড়ে মোট ১৬টি স্টপেজ এই ভাড়া নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৫৫ টাকা। নির্বাচিত ১৬টি স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত বোর্ডও স্থাপন করা হয়েছে। নির্ধারিত পোশাকে ১০০ জন রিকশাচালককে এই ভাড়া নিয়ে শিক্ষার্থীদের পরিবহন শুরু করেছেন বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence