ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, এক নেত্রীসহ আহত ৬

হামলায় আহতরা
হামলায় আহতরা   © সংগৃহীত

ইফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীসহ সংগঠনটির ঢাবি শাখার ৬ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাবির সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের রাজু আহমেদ, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বঙ্গবন্ধু হলের সহ-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, এসএম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ।

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন, সহ-সম্পাদক ইমাম হাসান, এমএম হলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল, সমাজসেবা সম্পাদক আশিক আকাশ, মহসীন হলের মেহেদীর নেতৃত্বে এ হামলা হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে।

এ বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি নাছির উদ্দিন শাওন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ইফতারের পর তারা ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল। এমন সময় ছাত্রলীগের ছেলেরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। আমার হলের ছাত্রদলের সাধারণ সম্পাদকের ওপরও হামলা করা হয়েছে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মানসুরা আলম দুই কানেই শুনতে পাচ্ছে না। রাজু আহমেদ বাম চোখে মারাত্মক আঘাত প্রাপ্ত এবং পুরো শরীরে আঘাত প্রাপ্ত, মেহেদীর মাথায় ১০টি সেলাই লেগেছে এবং পুরো শরীরে আঘাত প্রাপ্ত, আমান এবং কাফি মাথায় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত

এদিকে, ঘটনার পর মানসুরা ফেসবুকের এক পোস্ট লেখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ইমাম হাসান কিছুক্ষণ আগে ইফতারের পর বহির্বিভাগে এসে আমাদের আক্রমণ করেছে। আমার গায়ে হাত তোলার সময় অশ্রাব্য গালিগালাজ করেছে। কান দিয়ে কিছু শুনতে পারছিনা আমি। ছোটভাই মেহেদীসহ অনেকে আহত।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ব্যাপারে আমি এখনও জানি না। দ্রুত খোঁজখবর নিচ্ছি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই সম্পর্কে কিছু জানি না। এমন কিছু হয়ে থাকলে জেনে ব্যবস্থা নেবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence