ছাত্রদলকে ঠেকাতে সতর্ক অবস্থান ঢাবি ছাত্রলীগের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৪২ AM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৪২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের প্রতিটি মোড়ে সতর্ক পাহারা বসিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে এই পাহারা দেখা গেছে। গতকাল বৃহস্পতিবারও এমন চিত্র দেখা গেছে।
আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বেশ অস্থিরতা তৈরি হয়। গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয় এক বিএনপিকর্মী। আহত হয় পুলিশসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। গ্রেফতার হন দলটির প্রায় তিন শতাধিক নেতাকর্মী।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, সারাদেশের উত্তপ্ত পরিস্থিতে ক্যাম্পাসের যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তারা কাজ করছেন। এছাড়া ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা যেনো প্রবেশ করতে না পারে, সেজন্য ছাত্রলীগের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। গতকাল বৃহস্পতিবারও সংগঠনটির এমন পাহারা চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে দেখা যায়, ঢাবির পলাশী, শাহবাগ রোড,কার্জনে, শহীদ মিনার রোড সহ প্রতিটি প্রবেশপথে ভোর থেকেই ছাত্রলীগের সতর্ক অবস্থানে দেখা যায়। এসময় তাদের একশন একশন ‘ডাইরেক্ট একশন, বিএনপির-ছাত্রদলের চামড়া, তুলে নেবো আমরা’, ‘খালেদা জিয়া এইট পাশ- গণতন্ত্রের সর্বনাশ’, ‘হৈ হৈ রৈ রৈ, জামাত শিবির-বিএনপি গেলো কই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: মির্জা ফখরুল ও আব্বাসকে পুলিশ আটক করেছে: বিএনপি
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে। তারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে করছে। তারা তাদের অপতৎপরতা যেনো ঢাবিতেও করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ সোহাগ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। অতীতেও আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ প্রস্তুত আছে।