পবিপ্রবি ছাত্রলীগের হল কমিটি বিলুপ্ত ঘোষণা

০৫ ডিসেম্বর ২০২২, ১২:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
পবিপ্রবি শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা

পবিপ্রবি শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা © ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১, ৩ ও ৪ ডিসেম্বর শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক স্বাক্ষরিত আলাদা আলাদা সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন হল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি দ্রুততম সময়ের মধ্যে  সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন: দেড় ঘণ্টা পর সড়ক ছেড়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে হল শাখা ছাত্রলীগকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। আশা রাখছি, অতিদ্রুত আমরা কমিটি সমূহ অনুমোদন দিতে পারব।

শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, কিছুদিন পূর্বেই কেন্দ্র কতৃক পবিপ্রবি শাখা ছাত্রলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠন শক্তিশালী করতে এবং আগামীর সংকট মোকাবেলায় অতিদ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে হল কমিটির সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করা হবে।

পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য আবু সাইদ-মুগ্ধরা জীবন দেনন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage