ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে চান ২৫২ নেতা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে ২৫২ জন প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে  মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সভাপতি পদে ৯৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: এই ছাত্রলীগ চাই না: ওবায়দুল কাদের

শনিবার (৩ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের ৩০তম সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম সুমন।

ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, আমরা মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করেছি। এসব মনোনয়নপত্র গঠনতান্ত্রিক নিয়মে যাচাই-বাচাই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাবো। তিনি পরে প্রয়োজন হলে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তথ্য সংগ্রহ করবেন।


সর্বশেষ সংবাদ