টাকার বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ জয়-লেখকের বিরুদ্ধে

০৯ নভেম্বর ২০২২, ০৯:৪৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

ত্যাগী আর পরিচ্ছন্নদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অছাত্র, মাদকসেবী ও বিবাহিতদের দিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি দেয়া হয়েছে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ার খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন সংগঠনটির জেলা কমিটির সাবেক ও বর্তমান নেতারা। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ। তিনি বলেন, অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে অপহরণ মামলার আসামি ও অছাত্র অনিরুজ্জান অনিককে সভাপতি এবং হত্যাচেষ্টা মামলার আসামি ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করা হয়। তাই নবগঠিত কমিটি বাতিল করে পদবঞ্চিত যোগ্য ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে মুজিব আদর্শের ত্যাগী পরীক্ষিত নিয়মিত ছাত্রদের প্রত্যাশিত পদ না দিয়ে অছাত্র ও নারী নির্যাতনে জড়িত এবং বিগত দিনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের দিয়ে টাকার বিনিময় রাতের আঁধারে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আমরা মানি না। অছাত্র, বিবাহিতদের দিয়ে ছাত্রলীগ চলতে পারে না। ছাত্রলীগের সাবেক সভাপতির স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে যে কমিটি বিলুপ্ত করা হয়, সেই কমিটির সাধারণ সম্পাদককে সভাপতি হিসেবে মেনে নেওয়া হবে না। এ ছাড়া মাদক ব্যবসায়ীদের দিয়ে গঠিত এ কমিটি বাতিল করতে হবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সভাপতি অনিরুজ্জামান অনিক আগের কমিটির সাধারণ সম্পাদক থাকাকালে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এমনকি তিনি গত কমিটির তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি। ফলে শত শত নেতাকর্মীর রাজপথের শ্রম বিফলে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এবং সংগঠনটির ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হোক।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারি তালুকদার জয়েন, ওমি আদনান প্রিন্স, সিরাজুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন, যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলকারনাইন তীব্র, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে  গত সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ার খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে সভাপতি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

৩২ সদস্যবিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং চারজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিবে বলে জানা গেছে।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9