বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

লোগো
লোগো  © ফাইল ছবি

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রবিউল ইসলাম সজীব ও সাধারণ হয়েছেন মাহিদুল ইসলাম অদি। সোমবার (০৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৩৩ সদস্য বিশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটিতে সহ-সভাপতি ২০, যুগ্ম-সাধারণ সম্পাদক ৬ জন, সাংগঠনিক সম্পাদক রয়েছেন ৪ জন আর সদস্য রয়েছেন ১ জন।

আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন আনিসুল ইসলাম সোহেল, কাইসার হামিদ মজুমদার, কাজী তসলিম, মো. বাদল খান, আব্দুল্লাহ বিন আলতার আশিক, মো. মেহেদী হাসান, মো. মোনায়েম, অর্চি অনিন্দিতা মুমু, বায়েজীদ হাসান, সুদীপ্ত অধিকারী, মো. ইখতিয়ার সুলতান রনি।

আরও পড়ুন: পাওয়ার পলিটিক্স নয়, রিসার্চ পলিটিক্সে গুরুত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

আব্দুল মোহাইমেন রাহাত, নাজিম পাটোয়ারী, মো. শামিম রেজা, এস এম তৌকির আহমেদ, নকিব আশরাফ, মেহেদী হাসান প্রিন্স, লুৎফুল কবির লিয়েন, সৈয়দ নুরুল হাসনাত, সীমান্ত লোদী, মো. শামসুজ্জাহান রুবেল, রটির আমান বিদ্বা, রাজু আহমেদ আপন, রকিউর জামান রিয়াজ, ইসমাঈল ভূইয়া জুয়েল। 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছে কাজী মো. আবিদ হোসেন, মো. আব্দুল্লাহ আল-নোমান, এ এইস সানি, তাছনিয়া বিনতে রেজা শারিলা, জান্নাতুল আলেয়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. তাজিন শরীফ, তামান্না তাজনীন তমা, মো. সাব্বির তালুকদার, মো. রাফিদুল ইসলাম, রাজু আহমেদ (আপন)। আর আল নোমায়ের সোহাগকে রাখা হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে।


সর্বশেষ সংবাদ