মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম © সংগৃহীত
ইতোমধ্যেই তিন সংস্করণের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে কেবল টেস্ট ফরম্যাটে খেলছেন মুশফিকুর রহিম। তবে ক্রিকেটের রাজকীয় সংস্করণেও সময়টা মোটেই ভালো যাচ্ছে না উইকেটকিপার এই ব্যাটারের। আর এরই মধ্যে তাদের বিদায় দেখছেন অনেকে। তবে পেশাদার ক্রিকেট শেষে কোচিংয়ে তাদের দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার (১ জুন) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) অনানুষ্ঠানিক এক অনুষ্ঠানে গিয়েছিলেন বিসিবি বস। সেখানেই বুলবুল জানান, মুশফিক ও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক পর্যায়ের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের আগেই তাকে জানিয়েছিলেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার।
সাবেক ক্রিকেটারদের প্রসঙ্গে বুলবুল বলেন, 'নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন। আকরাম (খান) সেরা অধিনায়কদের একজন। লিপু ভাই (গাজী আশরাফ হোসেন), হাবিবুল বাশার—প্রত্যেকেই কিংবদন্তি। তারা আমাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে তাদের চরিত্র, উইকেট ও ড্রেসিং রুম সংস্কৃতি বোঝার ক্ষমতা—এসবই আমাদের সম্পদ।'
তিনি যোগ করেন, 'এ ধরনের "সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের" কাছ থেকে আমরা যথাযথভাবে উপকৃত হতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। তবে এটাও সত্য যে কেউ ক্রিকেট খেলেছে মানেই সে ভালো প্রশাসক বা কোচ হতে পারবে—এমন নয়। এজন্য আমি যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনার উদ্যোগ নিচ্ছি।'
এ সময়ে বিসিবিতে একটি কোচিং শিক্ষা কর্মসূচি চালু করার পরিকল্পনার বিষয়ে জানান বুলবুল। সেখানেই মাহমুদউল্লাহ ও মুশফিকের আগ্রহের বিষয়টিও উঠে আসে।
এ নিয়ে বুলবুল বলেন, 'আমি জানি না বলা ঠিক হবে কি না, তবে বিসিবিতে যোগ দেওয়ার আগেই মুশফিক ও মাহমুদউল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক কোচ হতে চান। এজন্য আমরা বোর্ডের মাধ্যমে কোচিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করবো।'